বিসিবিতে ফের দুদকের অভিযান

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগে সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৫ই এপ্রিলের সেই অভিযানের এক মাস পেরোতেই ফের বিসিবিতে অভিযানে এসেছে দুদক।
আজ বেলা ১টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুদকের চার সদস্যের দল। যদিও তাদের আজকের অভিযান সম্পর্কে কিছু জানা যায়নি। আগেরবার বিসিবিতে অভিযান শেষে দুদক কর্মকর্তারা বলেন, ‘মুজিববর্ষে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা, খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে এখন পর্যন্ত ৭ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিসিবি। আর দুই কোটি টাকা মুখে খরচের কথা বলেছে। সবমিলিয়ে ১৯ থেকে ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে।’ তারা আরও বলেন, ‘(ঘরোয়া প্রতিযোগিতা) তৃতীয় বিভাগ বাছাইয়ে গত কয়েক বছর ২-৩টি দল অংশ নিতো। এবার নিয়েছে ৬০টি দল। এটা কি শুধুই এন্ট্রি ফি কমানোর জন্য নাকি অন্য কারণে, সেটা খতিয়ে দেখছে দুদক।’
এছাড়া, বিপিএলের প্রথম ৮ আসরে টিকিট বিক্রি হয় মোট ১৫ কোটি টাকার। আর সেখানে একাদশ আসরের টিকিট বিক্রির আয় ১৩ কোটি টাকা। বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে কিছু নিয়ে গড়মিল চলছে বলে সে সময় জানায় দুদক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *