শুভদিন অনলাইন রিপোর্টার:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. মো. আসাদ উজ জামানের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
উল্লেখ্য, ড. মো. আসাদ উজ জামান(৭৭) আজ সকালে রাজশাহীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।