শুভদিন অনলাইন রিপোর্টার:
শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে যমুনায় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে দল দুটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি আলোচনার বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে। কারণ আমন্ত্রণ পাওয়ার পর রাতে নেতারা নিজেদের মধ্যে আলোচনার সুযোগ পাননি।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত ৮টায় জামায়াতে ইসলামীকে বৈঠকের সময় দেয়া হয়েছে। তার আগে প্রধান উপদেষ্টা বৈঠক করতে পারেন উপদেষ্টাদের সঙ্গে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য শুক্রবার রাতে মানবজমিনকে জানিয়েছেন, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়টি আলোচনা করে জানানো হবে।
চলমান পরিস্থিতিতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির তরফে গত চার দিন ধরে চেষ্টা করলেও সাড়া মিলেনি। মানবজমিন এ এই তথ্য প্রকাশের পর সংশ্লিষ্টরা নড়েচড়ে বসেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য জামায়াতে ইসলামীও সময় চেয়েছিল। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে কথা বলতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
বৈঠকে প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দেবে জামায়াত।