শুভদিন অনলাইন রিপোর্টার:
ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রান নিয়ে আসা জাহাজ ‘ম্যাডলিন’ গাজায় ভিড়তে দেয়নি ইসরাইল। আন্তর্জাতিক পানিসীমা থেকেই অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজটিকে ইসরাইলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গেছে, ইসরাইলি বাহিনী জাহাজের যাত্রীদের ফোন ছুড়ে ফেলতে বলে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জাহাজ অনুসরণ করা সাংবাদিক ওমর ফায়াদের সাথেও তাদের যোগাযোগ হারিয়ে গেছে। সরাসরি সম্প্রচারও বন্ধ হয়ে গেছে।
‘ম্যাডলিন’-এ আন্তর্জাতিক সংহতি আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা হুয়াইদা আররাফ আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখন জাহাজটির সাথে কোনো যোগাযোগ পাচ্ছেন না।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জাহাজটিকে সেলফি ইয়ট বলে উল্লেখ করেছে। তারা লিখেছে, ‘তারকাদের’ বহনকারী ‘সেলফি ইয়ট’-কে নিরাপদে ইসরাইলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে।
‘ম্যাডলিন’ জাহাজে মোট ১২ জন মানবাধিকারকর্মী আছেন। তারা হলেন সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।
ইতালির সিসিলি দ্বীপের ক্যাটানিয়া বন্দর থেকে ১ জুন, ২০২৫ তারিখে ম্যাডলিন ভূমধ্যসাগর পেরিয়ে দুই হাজার কিলোমিটারের দীর্ঘ যাত্রা শুরু করে।
আয়োজকদের মতে, ম্যাডলিন গুরুত্বপূর্ণ সাহায্যের যেসব পণ্য বহন করছে, তার মধ্যে রয়েছে— ওষুধ, ময়দা, চাল, গুঁড়ো দুধ, শিশুর ডায়াপার, নারী স্বাস্থ্যবিধি পণ্য, পানি বিশুদ্ধকরণ সরঞ্জাম, হাঁটার লাঠি এবং শিশুদের জন্য কৃত্রিম অঙ্গ।
আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে মানবাধিকার কর্মী ইয়াসমিন আজার জোর দিয়ে বলেন, লক্ষ্য কেবল সাহায্য পৌঁছে দেয়া নয়, বরং গাজার জনগণকে বাঁচানোর পথ খুলে দেয়াও। কমিটির প্রধান জাহের বিরাউই বলেন, ‘জাহাজটি ছোট, কিন্তু এর বার্তা বিশাল; মুক্ত জাতির দায়িত্বের প্রতীক এবং এই অপরাধ বন্ধ করার আহ্বান।’