৭০ বল বাকি থাকতেই শেষ শান্ত-মুশফিকদের দৌড়

শুভদিন অনলাইন রিপোর্টার:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্রস্তুতি ঠিক মনমতো হয়নি বাংলাদেশের। ৩৮.২ ওভারে ২০২ রান তুলতেই সব উইকেট খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নির্ধারিত ওভারের বেশ আগেই অলআউট হওয়ায় ৭০টি বল খেলার সুযোগ নষ্ট হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। এতে ব্যাটিং প্রস্তুতি কিছুটা কম হয়েছে বৈকি!
দুবাইয়ে সৌম্য সরকারের ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। রানআউটে কাটা পড়ার আগে ৩৮ বলে করেছেন ৩৫ রান এই ওপেনার। পরে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছেন দলের রানের চাকা সচল রাখতে। ৫৩ বলে তার খেলা ৪৪ রানের ইনিংসে মান বেঁচেছে বাংলাদেশের।
কারণ দলের অন্য ব্যাটাররা যে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম করেছেন ৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ১২ রানের বেশি আসেনি। মিডল অর্ডারে মুশফিক-জাকেররা ব্যর্থ হলে একপর্যায়ে দেড়শর আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।
তবে শেষদিকে তানজিম হাসান সাকিবের ২৭ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে কোনোমতে দুইশ ছাড়ায় বাংলাদেশের ইনিংস।
পাকিস্তান শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন স্পিনার উসামা মীর। দুই উইকেট নিয়েছেন মুবাশির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *