প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি : সিইসি

শুভদিন অনলাইন রিপোর্টার:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন তথ্য দিয়েছেন তিনি।
সিইসি বলেন, ‘আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তুতির বিষয়েই মূলত কথা হয়েছে। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা সময়মতো নির্বাচন কমিশনের কাছ থেকেই নির্বাচনের তারিখ ও তফসিল জানতে পারবেন।’
‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন প্রস্তুত কি না বলেও প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন,’ জানান তিনি।
সিইসি বলেন, প্রধান উপদেষ্টা একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের তরঙ্গ মিলে গেছে—এই বিষয়ে আমরা একই তরঙ্গে আছি।
ইসির প্রস্তুতির বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুতির পথে এগোচ্ছি।’
গত বৃহস্পতিবার ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ।’

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *