১০০ কোটির ক্লাবে আমির খানের ‘সিতারে জমিন পার’

শুভদিন অনলাইন রিপোর্টার:

বলিউড সুপারস্টার আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মুক্তির মাত্র ৯ দিনের মাথায় ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।
২০ জুন মুক্তি পাওয়া এস প্রসন্ন পরিচালিত এই সিনেমাটি প্রথম দিনেই আয় করে ১০.৭ কোটি রুপি। নবম দিনে শনিবার ছবিটির আয় দাঁড়ায় ১২.৭৫ কোটিতে। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ১০৮.৩০ কোটি রুপি ছুঁয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
‘সিতারে জমিন পার’ ছবিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা। সিনেমাটি ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। হৃদয়স্পর্শী গল্পে নির্মিত এই ছবি একসঙ্গে হাসাবে এবং কাঁদাবে এমনটাই বলছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *