মেহেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ সার ও গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় শাক সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার এবং বিভিন্ন ফলজ বনজ গাছের চারা, প্রতিষ্ঠানের মাঝে তালের চারা বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে
বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলামসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রতি ৫ থেকে ১০ টি করে তালের চারা ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *