শুভদিন অনলাইন রিপোর্টার:
জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল। পাটগ্রামে কি হয়েছে দেশবাসী দেখেছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা মৌলিক সংস্কারও আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব। কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন করতে চান এটা দুঃস্বপ্নে রূপান্তরিত করব।
শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগরী ও জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে। এসময় শফিকুর রহমান আরও বলেন, পত্রিকার পাতা খুললেই বীভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমার মায়ের ইজ্জতের উপর, মানুষের জীবনের উপর এই থাবা দেখছি। নিজের লোককেও খুন করতে কুণ্ঠাবোধ করছে না।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিক শিষ্ঠাচার জানতো না। জানতো না বলেই তারা বিদায় নিয়েছে। একই অপকর্ম যদি আবার কেউ করে এর চাইতেও ভয়ংকর হবে। আমরা এমন একটা সমাজ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।