শুভদিন অনলাইন রিপোর্টার্র:
আগের ম্যাচেই স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপ নিশ্চিত করেছে মেয়েরা। এ কারণেই তুর্কমেনিস্তানের ম্যাচটি আফঈদা-ঋতুপর্ণাদের জন্য স্রেফ নিয়মরক্ষার। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আজ নিয়মরক্ষার ম্যাচে যেন গোল উৎসব করছে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়েছে সাতবার।
দুটি করে গোল করেছেন শামসুন্নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা। মাত্র ২১ মিনিটেই স্কোরলাইন দাঁড়িয়ে যায় ৬-০! ম্যাচের ৪০তম মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ শটে আসে সপ্তম গোলটি।
চতুর্থ মিনিটেই শুরু হয় গোল উৎসব। স্বপ্না রানীর দূরপাল্লার শট থেকে আসে প্রথম গোল। ৬ মিনিটে শামসুন্নাহার জুনিয়র পোস্টের খুব কাছ থেকে আলতো টোকায় করেন ২-০। ১৩ মিনিটে আবারও সেই শামসুন্নাহার জুনিয়র। ১৬ মিনিটে বাঁ পায়ের চমৎকার শটে মনিকার চতুর্থ গোল। ১৮ মিনিটে ঋতুপর্ণা। ২১ মিনিটে তহুরা খাতুন। ৪০ মিনিটে মনিকার শট কর্নার থেকে বক্সের ওপর থেকে বাঁ পায়ের শটে ঋতুপর্ণার দ্বিতীয় গোল ও দলের সপ্তম গোল। ৬-০ হওয়ার পর প্রথমার্ধের বাকি সময়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে তুর্কমেনিস্তান। তাতে এই অর্ধের বাকি সময়ে আর গোল খেয়েছে তারা একটি।