কেফায়েত উল্লাহ কায়সার, চট্টগ্রাম:
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম। এ উপলক্ষে রবিবার (৬ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। একইসঙ্গে মাহমুদুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার, মাসুদ আলম সাগর, নুরুল কবিরসহ জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ।
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মাহমুদুর রহমান দেশের গণমাধ্যম অঙ্গনে সাহসী ভূমিকা রেখে চলেছেন। তার মায়ের মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।