সম্মিলিত প্রচেষ্টায় উন্নত সন্দ্বীপ গড়ে তুলতে পারবো : সন্দ্বীপের নতুন ইউএনও মংচিংনু মারমা

কেফায়েত উল্লাহ কায়সার, চট্টগ্রাম:
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে ৪ জুলাই যোগদান করেছেন মংচিংনু মারমা। দ্বীপের দায়িত্বভার গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি সন্দ্বীপবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
শুভেচ্ছা বার্তায় ইউএনও বলেন, “আপনাদের এই দ্বীপে সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত—এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করতে পারা আমার জন্য এক বিরল সৌভাগ্য।”
তিনি জানান, সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে সন্দ্বীপবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি অঙ্গীকারবদ্ধ। বলেন, “প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। সমস্যা, মতামত ও পরামর্শকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। গড়ে তুলব স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন।”
ইউএনও মংচিংনু মারমা সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও পরিবেশসহ প্রতিটি খাতে উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারব।”
বার্তার শেষাংশে তিনি সন্দ্বীপবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং লেখেন—“সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।”

নিচে ইউএনও’র পাঠানো শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হলো- সন্দ্বীপবাসীর প্রতি শুভেচ্ছা বার্তা

প্রিয় সন্দ্বীপবাসী,
আমি, সদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সন্দ্বীপে যোগদান করেছি। আপনাদের এই দ্বীপে সেবা দেওয়া ও সেবা করার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত—এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ সন্দ্বীপে কাজ করার সুযোগ আমার জন্য এক বিরল সৌভাগ্য।
সম্ভাবনাময় এই দ্বীপের সার্বিক উন্নয়নে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।
প্রশাসনের দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের সমস্যা, মতামত ও পরামর্শকে সাদরে গুরুত্ব দিয়ে আমরা একসাথে এগিয়ে যাব—একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গঠনের লক্ষ্যে।
সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশ ও অন্যান্য প্রতিটি ক্ষেত্রে আপনাদের স্বপ্ন আর চেষ্টার পাশে থাকবে আমাদের সদিচ্ছা ও সহযোগিতা।
আমি বিশ্বাস করি—জনগণের সাথে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর, ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তুলতে পারবো।
আপনাদের আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা কামনা করছি।
সন্দ্বীপ এগিয়ে যাক,
উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।
সবার জন্য শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *