শুভদিন অনলাইন রিপোর্টার:
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল অন্যান্য দেশের সাথে কাজ করছে, যারা ফিলিস্তিনিদের ‘উন্নত ভবিষ্যৎ’ দেবে। অর্থাৎ গাজার বাসিন্দারা প্রতিবেশী দেশগুলোতে চলে যেতে পারে। সোমবার মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে এক নৈশভোজের শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠককালে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রচেষ্টার অগ্রগতির দিকে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি ইরানের সাথে আলোচনার সময়সূচী নির্ধারণ করার কথাও জানিয়েছেন।
নেতানিয়াহু বলেন, ‘গাজার বাসিন্দারা যদি থাকতে চান, তবে তারা থাকতে পারেন। কিন্তু যদি তারা চলে যেতে চান, তাদেরকে চলে যাওয়ার সেই সুযোগ দেয়া হবে।’
ইসরাইলি প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা এমন দেশগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি, যারা সবসময় বলে যে তারা ফিলিস্তিনিদের একটি উন্নত ভবিষ্যত দিতে চায়। আমার মনে হয় আমরা বেশ কয়েকটি দেশ খুঁজে বের করার কাছাকাছি চলে এসেছি।’
ফিলিস্তিনিদের স্থানান্তরের বিষয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাইলে ট্রাম্প প্রথমে দ্বিধা প্রকাশ করেন। কিন্তু পরে তিনি বলেন, ‘ইসরাইলের আশপাশের দেশগুলো সাহায্য করছে। আমরা আশপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা পেয়েছি, তাদের প্রত্যেকের কাছ থেকেই পেয়েছি। তাই আশা করছি ভালো কিছু ঘটবে।’
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের স্থানান্তর এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার কথা ঘোষণা বলেছিলেন। কিন্তু সে সময় গাজার বাসিন্দারা এই প্রস্তাবের সমালোচনা করেছিলেন এবং তাদের বাড়িঘর কখনো ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্র : সিবিসি