শুভদিন অনলাইন রিপোর্টার:
আজ নারায়ণগঞ্জ জেলার গোদনাইল বাড়ীপাড়া এলাকায় তেলের ডিপো সংলগ্ন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে বেশ কয়েকটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।
অভিযানকালে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রি করছিল। এছাড়াও, বিক্রি করা তেলের কোনো বৈধ চালান বা ক্রয় রশিদ প্রদর্শন করতে পারেনি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল, অনিরাপদ উপায়ে জ্বালানি তেল সংরক্ষণ, যা জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সবিহীনভাবে পরিচালনারও প্রমাণ পাওয়া গেছে। এইসব অপরাধের দায়ে ৫টি মামলায় অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি, বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১০৮০ লিটার ডিজেল, অকটেন ১০৬ লিটার ও ৬৫০ লিটার ফার্নেস অয়েল। এছাড়াও, জ্বালানি দ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি ভুয়া চালান রশিদও উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত মালামাল মেঘনা অয়েল পিএলসি এবং পদ্মা অয়েল পিএলসির জিম্মায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় সংশ্লিষ্ট জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর বিধানসমূহ যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।
ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।