ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার শীবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকেলে শীবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
১০নং জামালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়স প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের গেষ্ট অব অনার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: দবিরুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ানুল হক রেজু, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক মো: আবু সাঈদ, বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুস সোবহান, সিনিয়র সহ সভাপতি মো: নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মাহাফুজ আলম পাপ্পু, মো: জমসে আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: সাইফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো: আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: রাসেদুজ্জামান রাসু।
উদ্বোধনী খেলায় ৩নং ওয়ার্ড টিম টাইব্রেকারে ৩ – ২ গোলে (৪+৬) নং ওয়ার্ড টিমকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হয়। খেলা পরিচালননা প্যানেলে ছিলেন মো: বেলাল হোসেন, মো: দারুল ইসলাম ও মো: আসাদুজ্জামান শামিম। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার মো: হারুন অর রশিদ। এর আগে শুরুতেই অংশগ্রহণকারী প্রত্যেক টিমকে একটি করে বল উপহার দেন প্রধান অতিথি।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে ১০নং জামালপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড (৪+৬) নং ওয়ার্ড মিলে ১টি টিম গঠন করে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *