গাংনীতে খুদে বিজ্ঞানী আল কাসাভের বাবাকে ফোন করলেন তারেক রহমান

আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও খুদে বিজ্ঞানী আল কাসাভের উদ্ভাবনী সাফল্যে মুগ্ধ হয়ে তার বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আল কাসাভকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে তার যেকোনো উদ্ভাবনী উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তারেক রহমানের এই ফোনালাপের খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও এলাকায়
আনন্দের জোয়ার বইতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে ফুল দিয়ে আল কাসাভকে সংবর্ধনা জানান মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এসময় আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা এবং কাজিপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ।
সাবেক এমপি মাসুদ অরুন বলেন, “আল কাসাভ শুধু গাংনীর নয়, গোটা দেশের গর্ব। তার চিন্তা ও উদ্ভাবনে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। তার পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় তার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে থাকবে।”
এদিকে, খুদে বিজ্ঞানী আল কাসাভকে সংবর্ধিত করায় এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। অনেকেই তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক।”
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক নেতারা মনে করেন, এমন প্রতিভা জাতির সম্পদ। আল কাসাভের মতো উদ্ভাবকদের যথাযথ পৃষ্ঠপোষকতা দিলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *