-কাজী মোঃ হাসান
তোমাদের সবকিছুই আমি
বিনা প্রতিবাদে মেনে নেবো
এমন তো হতে পারে না!
তোমরা যেভাবে বলবে
সেভাবেই আমাকে চলতে হবে,
এমনও তো হতে পারে না!
আমি- আমিই। আমি কারো দাস নই
নই কোনো পরগাছার জাত।
আমার আমিত্ত্বে নেই কারো হাত।
তাই তোমরা আমাকে
সহজেই বদলে দেবে
এমনটাও হতে পারে না।
তোমরা তোমাদের মতো থাকো
আমাকে আমার মতো থাকতে দাও।
নয়তো সংঘর্ষ অনিবার্য।
এবং জেনে রাখো-
চূড়ান্ত জয়টা আমারই হবে।
আমি আকাশের মতো খোলা,
আমার হৃদয়ে স্বাধীন চেতনা
নিত্য দেয় দোলা।
আর চলার পথে কাউকে পাই বা না পাই,
আমি আমার মতোই থাকতে চাই।
রাজপ্রাসাদের লোভ দেখাবে না আমায়
না কখনো না কোনদিন,
আমি শুধু মুক্ত হতে চাই পৃথিবীর ঋণ।
এসেছি যখন একদিন তো চলে যাবোই
ফাঁসির মঞ্চ আমাকে
কখনোই ভীত করে না।
বরং যিনি আমায় পাঠিয়েছেন
তার কাছে ফিরে যাওয়ার
আনন্দ যেনো আর ধরে না।
হতে পারে আমি পাপি তাপি গুণাহগার
তবে বিশ্বাসি করি
শেষ বিচারে রহমত পাবোই খোদার।
কেননা আমি ভালবাসি মাকে
ভীষণ ভালোবাসি,
আমি ভালোবাসি মায়ের গর্ব করা হাসি।