নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ২৩৬ রান

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাওয়ালপিন্ডিতেও খুব ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়েনি টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও কাটেনি ভঙ্গুর দশা। কোনোরকমে পেরিয়েছে দুই শ’ রানের গণ্ডি। থেমেছে ৯ উইকেটে ২৩৬ রানে।
শুরুর দিকে নাজমুল হোসেন শান্ত আর শেষ দিকে জাকের আলি হাল না ধরলে আরো বেহাল হতো দলের অবস্থা। শেষ কিছু বছরে গড় রান যেই মাঠে ৩১০, সেখানে ২৩৭ রানের লক্ষ্য সহজই বটে।
অথচ শুরুটা ছিল আশাজাগানিয়া। ভালোই করেছিলেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে দেখাচ্ছিলেন বড় কিছুর স্বপ্ন। তবে ৮.২ ওভারে তামিম আউট হতেই ভেঙে যায় ইনিংসের মেরুদণ্ড।
তামিম আউট হন ২৪ বলে ২৪ করে, ব্রেসওয়েলের বলে। তিনে নেমে থিতু হতে পারেননি মেহেদী মিরাজও, তাকে ফেরান উইলিয়াম ওরোর্ক। ১৩ রান আসে তার ব্যাটে। এরপর ব্রেসওয়েল চেপে ধরেন বাংলাদেশকে। তার স্পিন ঘূর্ণিতে দ্রুত ৫ উইকেট হারায় বাংলাদেশ।
২০.৩ ওভারে তাওহীদ হৃদয়কে ফেরান তিনি। ২৪ বলে ৭ রান করে আউট হোন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। আর পরের ওভারে এসে বোকা বানান মুশফিকুর রহিমকে। ৫ বলে ২ রান করেন তিনি।
তবে ফিফটি তুলে নেন শান্ত। ৭১ বলে পৌঁছান এই মাইলফলকে। তবে স্বস্তি ফেরেনি টাইগার শিবিরে। আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকেও শিকার করেন ব্রেসওয়েল। ১৪ বলে ৪ রান করেন রিয়াদ।
এরপর জাকেরকে নিয়ে ইনিংসের হাল ধরেন শান্তু। দু’জনের জুটিতে ৪৫ রান যোগ হয় ৬৭ বলে। যখন মনে হচ্ছিলো হয়তো এবার রান বাড়ানোয় মনযোগ দেবেন শান্ত, তখন ওরোর্ক থামান তাকে।
৩৭.২ ওভারে ১১০ বলে ৭৭ রান করে আউট হন শান্ত। দলের রান তখন ১৬৩। ফলে দেখা দেয় দুই শ’ রানে পৌঁছা নিয়ে শঙ্কা। তবে জাকের আর রিশাদের ৩৩ রানের জুটি দূর করে সেই চিন্তা। রিশাদ করেন ২৫ বলে ২৬ রান।
এরপর তাসকিনকে নিয়ে আরো ৩৫ রান যোগ করেন জাকের। ৪৮.১ ওভারে রান আউট হয়ে ফেরার আগে জাকের করেন ৫৫ বলে ৪৫ রান। তাসকিন করেন ১০ রান। বল হাতে ২৬ রানে ৪ উইকেট নেন ব্রেসওয়েল, ২ উইকেট নেন ওরোর্ক।
এখন ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *