মেহেরপুরের গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা -২০২৫ এর শুভ উদ্বোধন

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

ঢাকা দলকে ০-১ গোলে হারিয়ে রংপুর দল চ্যাম্পিয়ন মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়েছে।
গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয়।
আজ শনিবার (১২ জুলাই) বিকেল ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সমন্বয়ে গঠিত ঢাকা প্রমীলা ফুটবল দল ও রংপুর প্রমীলা ফুটবল মধ্যে হাইভোল্টেজ খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভ’মিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সুস্থতা কামনা ও সমবেদনা জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতার হাইভোল্টেজ খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, গাংনীর গণ মানুষের নেতা , মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক সাংসদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জননেতা
আসাদুজ্জামান বাবলু, সাহারবাটি ্ধসঢ়;ইউপির প্যানেল চেয়ারম্যান আসমা তারা, ফুটবল প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, আয়োজক কমিটির সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, কমিটির সেক্রেটারী সুলেরী আলভীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়।
খেলায় রংপুর প্রমীলা দল ১-০ গোলে ঢাকা প্রমীলা দলকে পরাজিত করে প্রীতি ম্যাচে শিরোপা জয়লাভ করে। রংপুর প্রমীলা দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, মিলন মিয়া ও টিম ম্যানেজার হিসেবে ছিলেন, সামি ইবনে অন্তর এবং ঢাকা প্রমীলা দলের কোচ হিসেবে ছিলেন, মো. বেলাল হোসেন।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী, সহকারী রেফারী হিসেবে ছিলেন, মনিরুল ইসলাম ও বিপ্লব, এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন টুটুল এবং মাহবুব ।
প্রমিলা দলের ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে গ্যালারী সহ বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক খেলা শুরুর ২ ঘন্টা পূর্বে থেকেই মাঠে জড় হতে থাকে। খেলার মাঠে তিল ঠাঁই ছিলনা। প্রচন্ড ভীড়ের কারনে অনেক দর্শক ঠিকমত খেলা উপভোগ
করতে পারেনি। মহিলা দলের খেলা উপভোগ করতে হাজার হাজার
মহিলা দর্শক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *