শুভদিন অনলাইন রিপোর্টার:
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে দারুন এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে নেপালকে ৩-২ গোলে হারিয়ে অনেকটাই এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ফেবারিট হিসেবে খেলতে নেমে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর নেপাল দারুনভাবে ম্যাচে ফিরে এসে ২-২ গোলে সমতা আনে। ইনজুরি টাইমে তৃষ্ণা রানীর গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
ম্যাচের তিন মিনিটে গোলের দারুন সুযোগ পেয়েছিল বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে মুনকি আক্তারের হেড আফঈদা খন্দকারের পা ছুয়ে সাগরিকার কাছে গেলে ঠিকঠাক শট নিতে না পারায় জটলার মধ্য থেকে নেপালের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। ১১ মিনিটে শান্তি মাদ্রির ব্যাক পাস ক্লিয়ার করতে গোলকিপার স্বর্ণার নেওয়া শট নেপালের সুপ্রিয়ার গায়ে লেগে পোস্ট ঘেষে বাইরে চলে যায়।
১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে সাগরিকা পাসে মুনকি দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলে গোললাইন থেকে ফেরান নেপালের গঙ্গা রোকায়া। ফিরতি বল জালে পাঠান শিখা। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাগরিকা। শান্তির ক্রস শিখার শট নেপালের গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসলে সেই বল জালে পাঠান সাগরিকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভাল একটি সুযোগ হাতছাড়া করেন সাগরিকা। ৫৫ মিনিটে আক্রমণে ওঠা সাগরিকাকে ফাউল করেন নেপালের সিমরান। এসময় সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন তিনি। এতে কিছুটা উত্তেজনা দেখা দেয় দুই দলের মধ্যে। সাগরিকা ও সিমরান দুজনকে লাল কার্ড দেখান রেফারি।
৭৫ মিনিটে আনিশার পেনাল্টিতে এক গোল পরিশোধ করে নেপাল। ৮৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমন থেকে নেপালকে সমতায় ফেরান মিনা।
ইনজুরি টাইমে দারুন এক ফিনিশিংয়ে বাংলাদেশকে স্বস্তির জয় উপহার দেন কৃষ্ণা।