বোন
মোঃ রওশন হাবিব
মায়ের পরে বেশী আদর
করে যে, সে হলো বোন,
বোনের মত আপন আর
নয় কোন জন।
বোনের বাড়ী গেলে বোন
কি যে করে আদর
পৃথিবীতে শুধু বোনেই জানে
আপন ভাইয়ের কদর।
খাওয়া দাওয়ার রকমফেরে
কতই বাড়াবাড়ী
তবুও বোনের মন ভরে না
কত ইচ্ছা বাকী।
বিদায় বেলায় চোখ ছলছল
করে ভাই-বোনের
যেথা থাক ভাল থাক
দোয়া তার মনের
এবার এলে থাকতে হবে
বেশ কিছুদিন
বোনের কি যে আকুল আবদার
মনে হয় প্রতিদিন।
ভাই বোনের সম্পর্কের
হয়না তুলনা
এ যে গভীর রক্তের টান
কেউ ভুলনা।
27/06/2025