শুভদিন অনলাইন রিপোর্টার:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগস্ট থেকে শুরু হতে যাওয়া খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার। তিনি বলেন, এ বছর খাদ্যবান্ধব কর্মসূচি চলবে ছয় মাস। গত বছর এটা ছিলো পাঁচ মাস। এ কর্মসূচি প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বর ও জানুয়ারিতে খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত থাকবে। এরপর ফেব্রুয়ারি ও মার্চে পুনরায় এ কর্মসূচি চালু হবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান খাদ্য মজুত অত্যন্ত সন্তোষজনক। তবুও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবং বন্যার বিষয় বিবেচনায় নিয়ে সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। সরকারিভাবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশ থেকে চার লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এছাড়া, বেসরকারি খাতে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য বলা হয়েছে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লে. জে. (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য ও পরিবার উপদেষ্টা নূরজাহান বেগমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।