শুভদিন অনলাইন রিপোর্টার:
লেবাননের পূর্বাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার উত্তর বেকা উপত্যকায় বাস্তুচ্যুত সিরিয়ানদের একটি শিবিরে আঘাত করা হয়।
আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানিয়েছে, ওয়াদি ফারা এলাকায় সংঘটিত এই ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৭ জন সিরীয় নাগরিকও রয়েছেন।
ইসরায়েলি দখলদার বাহিনী এর আগে দাবি করেছিল, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে ধারাবাহিক হামলা চালিয়েছে।