মিরপুরে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অ্যাডভোকেসি সভা

মোঃ জালাল উদ্দিন খান, কুষ্টিয়া:

কুষ্টিয়ায় মিরপুরে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মিরপুর উপজেলা সভাকক্ষে এশিয়ান প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডাব্লিউএলডি) সহযোগিতায় উপজেলা পর্যায়ে খাদ্যে সার্বভৌমত্ব নারীবাদী অংশগ্রহণমূলক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর জায়েদুল হক মতিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, আলো সংস্থান নির্বাহী পরিচালক ফিরোজ আহাম্মেদ। এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নারীবাদী তরুণ গবেষক শিবলী আক্তার, প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, মনিটরিং অফিসার বিপ্লব বিশ্বাস, শেল্টার হোম ইনচার্জ শ্যামলী খাতুন, প্রজেক্ট অফিসার পিকলু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেসি সভায় অতিথিবৃন্দ বিষবৃক্ষ তামাকের ক্ষতিকর দিক এবং তামাকের বিকল্প ফসল উৎপাদনে করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *