১৮ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্মারক উদ্যোগ: দেশজুড়ে গ্রাহকদের জন্য ১ জিবি ইন্টারনেট ফ্রি

শুভদিন অনলাইন রিপোর্টার:

গত বছরের ১৮ জুলাই তারিখে দেশজুড়ে ইন্টারনেট শাটডাউনের এক বছর পূর্তিতে এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের অংশ হিসেবে আজ শুক্রবার থেকে ৫ দিন মেয়াদে দেশের সকল মোবাইল গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সকল মোবাইল ফোন অপারেটরদের প্রতি এই প্রস্তাব রাখে। মোবাইল অপারেটররা স্বতঃস্ফূর্তভাবে এ উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের ৫ দিন মেয়াদে ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এ বিষয়ে আগেই অবহিত করেছে।

আজ ১৮ জুলাই থেকে পরবর্তী ৫ দিনের মধ্যে গ্রাহকরা তাদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে পারবেন। মোবাইল অপারেটর ডায়াল কোড গ্রামীণফোন *121*1807#, বাংলালিংক *121*1807#, রবি / এয়ারটেল *4*1807# এবং টেলিটক *111*1807#

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ জুলাই রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সরকার প্রথমে মোবাইল এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৮ জুলাই দেশের সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই ঘটনার বার্ষিকীতে স্মারক হিসেবে এবার সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে ইন্টারনেট ডেটা প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *