বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে নওগাঁ হচ্ছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে সেরা জেলা। কেননা বাংলা সাহিত্যে আদি নির্দশন চর্যাপদ যা শুরু হয়েছে কাহ্নপার পদ দিয়ে। কাহ্নপা বসবাস করত নওগাঁর সোমপুর বিহারে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী পরিচালনার জন্য নওগাঁর পতিসরে এসে অনেক সাহিত্যকর্ম রচনা করেছেন। সঙ্গত কারনে নওগাঁ হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সেরা জেলা।
নওগাঁ সাহিত্য পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী লেখক সম্মেলন শেষে কাহ্নপা সাহিত্য পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ।
১৯ জুলাই (শনিবার) সদর উপজেলা মিলনায়তনে নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য এসময় রাখেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল, কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম, কবি আতাউল হক সিদ্দিকী, কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো চিফ ড.সাদিকুল ইসলাম স্বপন,কথাসাহিত্যিক রবিউল করিম, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন ও পদকের পন্সর বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন প্রমূখ।
লেখক সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক লেখকদের আগমনে মিলনমেলায় পরিণত হয়। লেখক সম্মেলনে দুইজনকে কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হয়েছে। তাঁরা হলেন- কবিতায় কবি মজিদ মাহমুদ এবং অনুবাদ সাহিত্যে প্রথিতযশা অনুবাদক খসরু চৌধুরী।
আয়োজকরা জানান- চর্যাপদের অন্যতম কবি কাহ্নপা যিনি পাহাড়পুর বৌদ্ধ বিহারে বসে চর্যাপদ রচনা করেছেন তার নামে পদকটি প্রবর্তিত করা হয়েছে। এ পদকের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের সুত্রপাত বরেন্দ্র অঞ্চল থেকে শুরু হয়েছে যা বিশ্বের দরবারে তুলে ধরা চেস্টা করছি। এছাড়া সুস্থ সমাজ বির্নিমানে নতুন প্রজন্ম শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত হবে এবং মানবিক হয়ে উঠবে। এতে করে সমাজ থেকে অপরাধ প্রবণতা দুর হবে।