বিশেষ প্রতিনিধিঃ
প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পরিবেশকে আরও সবুজ করে তোলার লক্ষ্যে নওগাঁয় জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্দেশনায় ২০ জুলাই (রবিবার) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বর, বিএডিসির নওগাঁ সদর ও আত্রাই সার সংরক্ষণাগার চত্বর ও বীজ অফিস চত্বরে শতাধিক ফলদ-বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে চলমান এই কার্যক্রমকে ভবিষ্যতের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা।
জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন, বিএডিসি বীজ বিপণন নওগাঁ দপ্তরের ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পরিচালক মো: আতিকুর রহমান, বিএডিসি নওগাঁর সংরক্ষণাগারের উপসহকারী পরিচালক মো: রায়হান আলী, জেলা বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুদা রেজাউন্নবী, বিএডিসির প্রায় ৫০জন বীজ/সার ডিলার, বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও সহযোগী হিসেবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিলার প্রতিনিধি সবুজ হোসেন, মোঃ লোকমান আলী, মেহেদী হাসান, বেলাল হোসেন, নাজমুল হাসান, দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম, দেওয়ান এমদাদুল হক, মুন ইসলাম প্রমূখ। পরিশেষে উপপরিচালক নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে রোপনের জন্য বেশকিছু ফলদ ও বনজ বৃক্ষের চারা সরবরাহ করা হয়। এসোসিয়েশনের সভাপতি মো: রফিকুল ইসলাম জানান, আমরা শুধু বীজ ও সার ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকছি না। আমাদের লক্ষ্য জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করে নৈসর্গিক উন্নয়নে বসবাসযোগ্য সবুজ একটি বাংলাদেশ বিনির্মাণ করা। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার সুযোগ এখনই। আর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বেশি বেশি গাছ রোপনের কোন বিকল্প নেই। প্রতিদিনই পৃথিবী বাসযোগ্যতা হারাচ্ছে। তাই নির্মল ও বিশুদ্ধ বাতাস অবিরাম পেতে হলে এই বর্ষা মৌসুমে গাছ রোপনের কোন বিকল্প নেই। তাই যার যার একটি গাছ রোপনের জায়গা রয়েছে সেই জায়গাটি পতিত ফেলে না রেখে সবাইকে একটি করে ফলদ, পরিবেশবান্ধব বনজ ও ওষুধী গাছ রোপনের আহ্বান জানান রফিকুল ইসলাম।