মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সদর উপজেলার লক্ষিপুর মিশন পাড়া গ্রামে বজ্রপাতে গীতা রানী (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ওই নারীর স্বামী অজেন বর্মন (৪৮) ঠাকুরগাঁও সদর থানায় অপমৃত্যু সংবাদ প্রদান করেন। সেখানে জানা যায়, শনিবার বিকালে লক্ষীপুর মিশন পাড়া লেংরীরহাট বাজার) গ্রামের গীতা রানী বাড়ির পাশের জমিতে ধানের চারা রোপনের কাজ করছিলেন। এ সময় মেঘের গর্জনে দ্রুত বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই নারীর শরীরের উপর বজ্রপাত আঘাত হানে। তিনি মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে দেখতে পান তার ডান কানে রক্ত বের হচ্ছে এবং বাম হাতের কনুইয়ের কাছে আঘাতপ্রাপ্ত হয়ে কিছুটা চামড়া উঠে যায়। পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করলে তিনি বাড়িতেই মৃত্যুবরণ করেন।