-কাজী মো: হাসান
১। সিন্ডিকেট
সিন্ডিকেটের দোহাই দিয়ে বলতো ওরা কারা,
গরিব দুখীর ভাগ্য লুটে গড়ছে বেগম পাড়া?
চাউল তেলের নুন আর ডালে
দামটা বাড়ছে দ্বিগুণ ফালে
পেটের দায়ে বেচতে বেচতে ঘর বাড়িও হারা,
আল্লাহ জানে কপাল দোষে যাবো নাকি মারা!
২। স্বৈরাচার
মব-টব বুঝিনা ছাই শান্তি নাই রে দেশে ,
সন্ত্রাসীদের চাঁদা কিন্তু দিচ্ছি হেসে হেসে ।
নয়তো লুটছে ঘর বাড়ি, জান নিচ্ছে কেড়ে,
মা বোনের ইজ্জতকেও দিচ্ছে না রে ছেড়ে।
গদির লোভে ব্যস্ত নেতা প্রজার খবর নাই,
স্বৈরাচারির গন্ধ যেনো সবার মাঝেই পাই।