বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (বুধবার) দুপুরে পারসোমবাড়ি বাজারে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করেন স্থানীয় সংগঠন আলোড়ন সমাজ কল্যান সংস্থা। এসময় কাত্তিকাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডিএম শহিদুল ইসলাম দোলনের সঞ্চালনায় সংগঠনের উপদেষ্টা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কাত্তিকাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজুর রহমান, বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম আখতার মাহমুদ, সহকারী শিক্ষক মিঠুন কুমার, জুয়েল হোসেন, সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, সহসাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রবিদাস, দপ্তর সম্পাদক রনি হোসেন,ক্রিয়া সম্পাদক রবিউল ইসলাম, উন্নয়ন সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বেগুনজোয়ার, কাত্তিকাহার ও বৈকুন্ঠপুর উচ্চ বিদ্যালয়ের ২৬ জন কৃতি শিক্ষার্থীকে কেস্ট ও ডিসনারি তুলে দেওযা হয়।