গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা/২৫-এ বিজিএম গ্রুপ ফুটবল একাদশ বিজয়ী

আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে জুলাই অভ্যুত্থান ফুটবল প্রতিযোগিতা-২০২৫ গাংনী উপজেলা মিনি স্টেডিয়াম (সাহারবাটি) মাঠে আয়োজন করা হয়েছে।
গাংনীর ক্রীড়া সংগঠক, প্রাক্তণ খেলোয়াড়বৃন্দ ও চৌগাছা ইয়াং স্টার ক্লাবের মাসব্যাপী আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ১ম রাউন্ডের ৭ম খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায়
কুষ্টিয়া জেলার ভেড়ামারা বিজেএম গ্রুপ ফুটবল একাদশ শ্বাসরুদ্ধকর খেলায় ২-০ গোলে মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া রবিউল কসমেটিক্স দলকে হারিয়ে বিজয় লাভ করেছে।
আজ বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা মিনি স্টেডিয়ামে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বিজেএম গ্রুপ ফুটবল একাদশ ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া রবিউল কসমেটিক্স দলের মধ্যে হাইভোল্টেজ খেলা অনুষ্ঠিত হয়।বিজেএম দলের খেলোয়াড় অমিত (বাংলাদেশ
জাতীয় দলের খেলোয়াড়) প্রথমার্ধের ২০ মিনিটের সময় গোল করে এবং রাফি প্রথমার্ধের ৩৫ মিনিটের সময় ২য় গোল করে।
বিজেএম গ্রুপ খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিকেল ৪ টার সময় আয়োজক কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ও সহ সভাপতি সহকারী বিশিষ্ট ক্রীড়াবিদ ও সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম জুলাই অভ্যুত্থানে শহীদ ও
আহতদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে ১ম পর্বের ৭ম খেলার উদ্বোধন ঘোষনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সেক্রেটারী সুলেরী আলভী, সাহারবাটি গ্রামের প্রাক্তন খেলোয়াড় ও ওয়ার্ড বিএনপির সভাপতি সুরাত আলী, মুকুল হোসেন, আসমাউল হুসনা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আরাফাত হোসেন বিপ্লব,সহকারী রেফারী সাইফুল ইসলাম টুটুল ও পারভেজ হোসেন।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ ভেড়ামারা বিজেএম গ্রুপের অমিত (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলে গাংনী বাজারের আহসান খেলা ঘরের পক্ষ থেকে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম , সুলেরী আলভী , বখতিয়ার রহমান ও মাহবুবুল হক মাহবুব, পুলিশ সদস্য আসাদ এবং বাবু । দুটি শক্তিশালী দলের খেলা অসংখ্য পুরুষ দর্শকের পাশাপাশি মহিলা দর্শকরাও খেলা উপভোগ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *