মাদক সেবনের ভিডিও ভাইরাল!ছাত্রদল নেতা বহিষ্কার

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটের নাফিউল ইসলাম নামের এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ২৬ জুলাই (শনিবার) নওগাঁ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত ছাত্রদল নেতা নাফিউল ইসলাম ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য এবং চৌঘাট গ্রামের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কোন কারণ উল্লেখ করা না হলেও বলা হয় ছাত্রদল নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাফিউল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নাফিউল ইসলাম নামের ওই নেতার মাদক সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসায় তাকে বহিষ্কার করা হয় বলে অনেকের ধারণা। আর মাদক সেবনের অভিযোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন।
অপরদিকে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই নাফিউল ইসলাম মাদক সেবন করে আসছে। পাশাপাশি অন্যান্য যুবকদের নিয়েও মাদক সেবন করে থাকে। এই নিয়ে সংশ্লিষ্টদের তেমন কোন ভূমিকা নেই বলে জানান তারা।
জানতে চাইলে ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন জানান, নাফিউল ইসলাম ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। গতকাল ফেসবুকে তার মাদক সেবনের ভিডিও দেখেছি। সে দলে কিছুক্ষণ সময় দেওয়ার পর বাকি সময় কি করে সেটাতো আর বলতে পারবো না। এটা তার ব্যক্তিগত বিষয়। এখান থেকে জেলা নেতাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের কারণ জানতে চাইলে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া ইসলাম জাকির বলেন, বিজ্ঞপ্তিতে লেখা আছে। মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে কিনা জানতে চাইলে মিটিং এ আছি, পরে জানাবো বলে সংযোগ কেটে দেন।
এ বিষয়ে নাফিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তোর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবু জাফর বলেন, সে কোথায় মাদক সেবন করছে সেটা আমার জানা নেই। যদি আমার এলাকায় জনসম্মুখে মাদক সেবন করে থাকে, তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *