“জুলাইয়ের চেতনায় দেশ গড়তে লাখো কন্ঠে শপথ পড়ালেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ”

শুভদিন অনলাইন রিপোর্টার:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, জুলাইয়ের চেতনায় দেশ গড়তে হবে।

তিনি আজ ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাইয়ের চেতনায় দেশ গড়তে ঢাকাসহ ৬৪ জেলা- উপজেলায় ভার্চুয়ালি লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ করান।

উপদেষ্টা বলেন, আজ আমরা এখানে শুধু একটি সেবা মেলা বা সমাবেশ করতে আসেনি। আমরা এসেছি এক নতুন সামাজিক চুক্তি সম্পাদন করতে। আমরা এসেছি একটি নতুন দিনের অঙ্গীকার করতে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, মানবিক ও মর্যাদার বাংলাদেশের স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমাদের সম্মিলিত অভিযাত্রার দিন।

তিনি বলেন, জুলাই পুনর্জাগরণ শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি হলো রাষ্ট্রের চরিত্রে

মানবিকতার পুনর্জাগরণ। আজ থেকে রাষ্ট্র আর দূর থেকে দেখা কোন অচেনা প্রতিষ্ঠান নয়। আজ থেকে রাষ্ট্র হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু ।

উপদেষ্টা বলেন, আজ এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সকলকে সাক্ষী রেখে আমি আমার দুই মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল সেবা সরকারের পক্ষ থেকে দুর্বল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তিনি বলেন, মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে সকল ত্রুটি বিচ্যুতি দূর করে বৈজ্ঞানিক উপায়ে আপনার প্রাপ্য ভাতা পৌঁছে দেয়া হচ্ছে। তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি, এই বাংলায় নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের শারীরিক, মানসিক, যৌন বা অর্থনৈতিক সহিংসতার বিরুদ্ধে আমাদের নীতি হবে জিরো টলারেন্স। একজন নারী বা একটি শিশুর চোখের জল এই রাষ্ট্র আর সহ্য করবে না। আমাদের জাতীয় নারী সুরক্ষা হেল্পলাইন ১০৯ এবং শিশু সুরক্ষা চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এখন থেকে শুধু দুটি নম্বর নয়, এগুলো হবে প্রতিটি নারী ও শিশুর সাহসের কণ্ঠস্বর, তাদের সুরক্ষার বর্ম। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রতিটি নারী ও শিশু নির্ভয় বেড়ে উঠবে, প্রতিটি নারী সম্মানের সাথে বাঁচবে। অন্যায়, দুর্নীতি, বৈষম্য, নারী- শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে জুলাই কন্যা, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণীর পেশার প্রতিনিধিবর্গ, শিক্ষক, ইমাম, তরুণ সমাজ, সাংবাদিক উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *