শুভদিন অনলাইন রিপোর্টার:
কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। রোববার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত বলেন, বৈষম্যবিরোধীদের ব্যানারে বিভিন্ন অপকর্ম হচ্ছে। আমরা বিভিন্ন দুর্নীতির বিষয়গুলো লক্ষ্য করছি। আমরা এসব বিষয়ে মিটিং ডাকি। এতে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।
তিনি আরও বলেন, যারা জুলাই স্প্রিটকে ধারণ করে কাজ করতে চান, তাদের বলতে চাই এথেকে কোনো অর্থনৈতিক সুবিধা আপনারা পাবেন না। যারা জুলাই স্প্রিটকে ধারণ করে কাজ করতে চান আমরা তাদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ করব।