বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পর আবেদনের প্রেক্ষিতে নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রতিষ্ঠান গুলোকে তাদের ভৌগলিক দূরত্ব ও সময়সংক্রান্ত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে পূর্বের ন্যায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আওতায় থাকার আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। অফিস আদেশে বলা হয়, বগুড়া নতুন আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে সেবা প্রত্যাশী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেবা সমূহকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর লক্ষ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা এবং বগুড়া জেলার সন্নিকটে অবস্থিত গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কলেজসমূহকে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে পত্র ইস্যু করা হয়, পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট জেলা/উপজেলার মধ্যে শুধু নওগাঁ জেলার মান্দা উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ কলেজসমূহ তাদের দূরত্ব ও সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে পূর্বের ন্যায় রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করে আবেদন করলে তৎপ্রেক্ষিতে কর্তৃপক্ষ নওগাঁ জেলার মান্দা উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/ কলেজ সমূহের সার্বিক সুবিধার্থে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই পত্র ইস্যুর তারিখ থেকে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/কলেজসমূহকে তাদের দাপ্তরিক কার্যক্রম পূর্বের ন্যায় বগুড়া আঞ্চলিক কেন্দ্রের পরিবর্তে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সাথে সংযুক্ত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।