পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স হলরুমে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় এর উপপরিচালক মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মো. মামুনুর রশিদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিকসহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আব্দুল মোতালেব এর উপস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপপরিচালক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস। এতে স্বাগত বক্তব্য রাখেন ও কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।
পার্টনার কংগ্রেস অনুষ্ঠানের বক্তব্য থেকে জানা যায়, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *