মোঃ জালাল উদ্দিন খান,কুষ্টিয়া:
পেঁয়াজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাড়ে ৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। সার-বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার আব্দুল্লাহ আল কাফি, পল্লী উন্নয়ন ব্যাংকের সোহেল রানা, । কৃষি অফিস জানিয়েছে, খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে। সেই সাথে প্রত্যেক কৃষকের মাঝে ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিওপি সার ও ৩শ’ ৫৫ টাকা বিতরণ করা হয়। এসময় কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পেঁয়াজ চাষের বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।