রাশিয়ায় ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

শুভদিন অনলাইন রিপোর্টার:

রাশিয়ায় ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। এর পরপরই একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বে পেত্রোপ্যাভলভস্ক-কামচাটস্কি শহরের ১৩৬ কিলোমিটার পূর্বে ৮.৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে যথাক্রমে ১৪৭ ও ১৩১ কিলোমিটার দূরে ৬.৯ ও ৬.৩ মাত্রার আরো দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। শক্তিশালী এই ভূমিকম্পের পরে নিজেদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে জাপানও।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, ‘এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’
বুধবার সকালে রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা অঞ্চলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইকুয়েডর, কোস্টারিকা এবং অসংখ্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
রাশিয়ার উপকূলে এই শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, জাপানের পূর্ব উপকূলে এক মিটার বা ৩.৩ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
এদিকে ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের জন্য তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করেছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ানেও।

সূত্র : আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *