জুলাই গণ-অভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

শুভদিন অনলাইন রিপোর্টার:

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ধর্মীয় নেতারা শুধু মসজিদের মিম্বরেই সীমাবদ্ধ ছিলেন না, তাঁরা রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেন। এই গণ-অভ্যুত্থান স্রেফ গণআন্দোলন নয় বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের রূহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শামছুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *