শুভদিন অনলাইন রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে পতিত স্বৈরাচার সহিংস ঘটনার অবতারণা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজ শুক্রবার এক আলোচনা সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এই আশঙ্কা প্রকাশ করেন।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে ‘অগ্নি সোশাল ফাউন্ডেশন’ ও ‘আমাদের নতুন বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও সংসদ নির্বাচন’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকেব লণ্ডভণ্ড করার জন্যে, নির্বাচনকে বানচাল করার জন্যে অনেক সহিংস ঘটনার অবতারণা করতে পারেন।’
বিএনপি’র এই নেতা আরো বলেন, এজন্য আমাদের সবাইকে সর্তক থাকতে হবে। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকান্ডকে প্রতিহত করব আজকের দিনে এই হোক অঙ্গীকার।
হাফিজ বলেন, ‘এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্যে, এবারের নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এবারের নির্বাচন হবে এই হাসিনা মার্কা-আওয়ামী লীগ মার্কা দুঃশাসনকে চিরতরে নির্বাসনে দেওয়ার জন্যে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে।
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে। অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্যে এবং একটি সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্যে।’
পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এদেশের পুলিশ বাহিনী একটি পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিলো, বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল।
হাফিজ উদ্দিন বলেন, পিআর পদ্ধতিতে নয়, জনগণের ভোটেই নির্বাচন হবে। নির্বাচনে সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়। কিছু কিছু রাজনৈতিক দল ধরেই নিয়েছে যে, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা পিআর সিস্টেমের কথা বলে।
অগ্নিসেনা সোশাল ফাউন্ডেশনের সভাপতি তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও বিএনপি নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।