নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে “কারুশিল্প মেলা”র আয়োজন করা হলেও জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট কেউ দাওয়াত পাননি বলে অভিযোগ উঠেছে।
এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ জানান, সরকারি অর্থ ব্যয়ে কর্মকর্তাদের নামমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে অর্থ লোপাটের পথ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ এই দিনের তাৎপর্য রক্ষার বদলে অনুষ্ঠানকে কেবল প্রটোকল ও আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা হয়েছে। নিহত পরিবারের প্রতি অবহেলা ও সরকারি অর্থের অপব্যবহার—দুটোই গ্রহণযোগ্য নয়।”
তুহিন মাহমুদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিহত পরিবারদের সম্মান জানিয়ে অর্থের স্বচ্ছ ব্যয় নিশ্চিত করার আহ্বান জানান।