সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত নির্দেশনা জারি

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদারকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সাত দফা নির্দেশনা জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্মসচিব মোঃ জসিম উদ্‌দীন স্বাক্ষরিত নির্দেশাবলীতে বলা হয়েছে- “দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন/প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এসব নির্দেশনা/ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

নির্দেশনাসমূহ নিম্নরূপ:

(ক) বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোন ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বারিত করা হলো;

(খ) সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোন সভা/সমাবেশ বা কোন পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না;

(গ) সন্ধ্যা ৬.০০ টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে;

(ঘ) সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোন ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে;

(ঙ) সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে;

(চ) সচিবালয়ের অভ্যন্তরের কোন ভবন বা প্রাঙ্গণে কোনরূপ লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না; এবং

(ছ) সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *