চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারত

শুভদিন অনলাইন রিপোর্টার:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি সীমান্ত এলাকায় ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চন্টার ক্যাম্প থেকে তাদের পুশইন করা হয়।

পরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপি’র টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *