নওগাঁয় বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি; দুই শতাধিক পরিবার পানিবন্দী

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দা উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর একটি বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। ১৬ আগস্ট (শনিবার) সকালে কসব ইউনিয়নের তালপাতিলা এলাকায় এই ঘটনা ঘটে। এতে তালপাতিলা, চকবালু, এবং চকরামপুরসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে, ফলে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তবে ইতোমধ্যে পানি কমতে শুরু করেছে।
স্থানীয়রা জানায়, গত বছরও একই স্থানে বাঁধ ভেঙ্গে ছিল। মাসখানেক আগে মেরামত করা হলেও নদীর পানি বেড়ে যাওয়ায় এটি আবার ভেঙ্গে গেছে।
বেড়িবাঁধ ভাঙ্গার খবর পেয়ে মান্দা ইউএনও আখতার জাহান সাথী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত বাঁধ মেরামতের আশ্বাস দেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শনিবার দুপুর ১২টা পর্যন্ত আত্রাই নদীর জোত বাজার পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার এবং রেলওয়ে ব্রিজ পয়েন্টে ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া, ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তা বাড়ছে।
আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মান্দা উপজেলার চকরামপুর, উত্তর চকরামপুর, কয়লাবাড়ী এবং তালপাতিলাসহ প্রায় ১০টি বেড়িবাঁধকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের লক্ষ্মীরামপুর, আয়াপুর এবং মিঠাপুরসহ ২০টি পয়েন্টকে উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *