নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাট থানার হরতকিডাঙ্গা এলাকা থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাইলি বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। রোববার পূর্ব রাতে হরতকিডাঙ্গা পাঁকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী ভ্যানে করে চেকপোস্ট অতিক্রম করার সময় র‍্যাব তাকে চ্যালেঞ্জ করে। আটককৃত লাইলি বেগম উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে।
জানা যায়, মাদক কারবারী লাইলি জেলার ধামইরহাট হতে ধামইরহাট-টু-জয়পুরহাটগামী পাঁকা রাস্তা দিয়ে যাত্রীবাহী ব্যাটারী চালিত ভ্যান যোগে মাদক পরিবহন করে জয়পুরহাটের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ধামইরহাট থানার হরতকিডাঙ্গা এলাকার পাঁকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তাকে বহনকৃত যাত্রীবাহী ভ্যানটি চেকপোস্ট অতিক্রম করার সময় র‍্যাব সদস্যগণ ভ্যানের গতিরোধ করে মহিলা র‍্যাব সদস্য দ্বারা লাইলী বেগমের শালীনতা বজায় রেখে তল্লাশীকালে তার নিজ হাতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট বের করে দেয়। এসময় তার কাছে থেকে মাদক বিক্রির ২৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *