দ্রুত বিয়ের সিদ্ধান্তই কি তামান্না-বিজয়ের প্রেম ভাঙার কারণ

শুভদিন অনলাইন রিপোর্টার:

লুকোছাপা না করে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছিলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। শুধু প্রেম নয়, বিয়ের কথাও এসেছিলে অনেক গণমাধ্যমে। তবে বিয়ে তো দূরের কথা, সপ্তাহখানেক হলো তাদের প্রেমের সম্পর্কটাই নাকি ভেঙে গেছে।
এমন খবরে ভক্তদের মনে নানা প্রশ্ন, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? আদৌ কি বিচ্ছেদের পথে এই পাওয়ার কাপল? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রায় দুই বছরের সম্পর্ক তাদের। নিজস্ব স্টাইলেই ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তারা। ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিংয়ের সময় থেকেই তামান্না এবং বিজয় ঘনিষ্ঠ হয়ে ওঠেন।
বিচ্ছেদের কারণ খুঁজতে গিয়ে কেউ বলছেন, দু’জনের মধ্যে মতপার্থক্য এর জন্য দায়ী। কেউ আবার বলছেন, কাজে ব্যস্ত থাকার কারণে দু’জনেই একে অপরকে সময় দিতে পারছিলেন না। সম্প্রতি, একটি প্রতিবেদনে এমনটাও দাবি করা হচ্ছে যে, বিয়ের জন্য চাপ দেওয়ায় এই বিচ্ছেদের সিদ্ধান্ত।
পিঙ্কভিলার সূত্র বলছে, ‘কয়েক সপ্তাহ আগে তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার ব্রেকআপ হয়। কিন্তু, এখনও তারা ভালো বন্ধু। এই বন্ধুত্ব বজায়ও রাখতে চান। এই মুহূর্তে তারা দু’জনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।
তবে অন্য একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, তামান্না শিগগিরই বিয়ে করে সংসার শুরু করতে চাইলেও, বিজয় প্রস্তুত নন। ফলে দু’জনের সম্পর্কে ফাটল তৈরি হয়েছে। কিছু দিন আগে শুভঙ্কর মিশ্রকে দেওয়া বিজয়ের সাক্ষাৎকার ভাইরাল হয়।
যেখানে তিনি তামান্নার সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। বিজয় বলেছিলেন, ‘আমরা দু’জনেই একমত হয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলাম। লুকিয়ে যাওয়ার কোনও প্রয়োজন কখনও অনুভব করিনি।’ এখন প্রশ্ন, এত কিছুর পরেও কেন এমন সিদ্ধান্ত।

সূত্র : এই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *