মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ইক্ষু ফর্মে “একদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী ইউনিয়নের কহরপাড়া ইক্ষু খামার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে “কহরপাড়া আদিবাসী যুব সংঘের” আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইক্ষু খামার কর্মকর্তা মো: হাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বদরুল আলম বদু, নারগুন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, সাবেক মেম্বার মো: মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আনারুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মহিউর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা প্যানেলের দিলীপ টুডু, সাগর হাসদা, রাজা হাসদা, মাইনেস মুর্মু, মঙ্গল হেমরম, স্বপন টুডু, আন্দ্রিয়াস হাসদাসহ ইক্ষু খামার এলাকার হাজারও দর্শক সমর্থকগণ।
ফাইনাল খেলায় “কেএফসি-ফুলবাড়ি, দিনাজপুর আদিবাসী” টিম টাইব্রেকারে ৪ – ৩ গোলে “সেতাবগঞ্জ আদিবাসী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। দিনব্যাপী খেলা পরিচালনা প্যানেলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান মনির। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টকে জমিয়ে তোলে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে ঠাকুরগাঁও ও আশপাশের জেলার মোট ৮টি টিম অংশগ্রহন করে।