ঠাকুরগাঁওয়ের কহরপাড়া ইক্ষু ফার্মে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ইক্ষু ফর্মে “একদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী ইউনিয়নের কহরপাড়া ইক্ষু খামার মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে “কহরপাড়া আদিবাসী যুব সংঘের” আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইক্ষু খামার কর্মকর্তা মো: হাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: বদরুল আলম বদু, নারগুন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাহাবুব আলম, সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, সাবেক মেম্বার মো: মজিবর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আনারুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মহিউর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা প্যানেলের দিলীপ টুডু, সাগর হাসদা, রাজা হাসদা, মাইনেস মুর্মু, মঙ্গল হেমরম, স্বপন টুডু, আন্দ্রিয়াস হাসদাসহ ইক্ষু খামার এলাকার হাজারও দর্শক সমর্থকগণ।
ফাইনাল খেলায় “কেএফসি-ফুলবাড়ি, দিনাজপুর আদিবাসী” টিম টাইব্রেকারে ৪ – ৩ গোলে “সেতাবগঞ্জ আদিবাসী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। দিনব্যাপী খেলা পরিচালনা প্যানেলে ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান মনির। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম টুর্নামেন্টকে জমিয়ে তোলে। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমকে ট্রফি এবং প্রাইজমানি প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, টুর্নামেন্টে ঠাকুরগাঁও ও আশপাশের জেলার মোট ৮টি টিম অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *