গাংনীতে টানা বৃষ্টিপাতে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতায় শিক্ষক শিক্ষার্থী ভোগান্তিতে । এডিপি প্রকল্পে বিভিন্ন বরাদ্দ আসলেও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান।

আমিরুল ইসলাম অল্ডাম , মেহেরপুর জেলা প্রতিনিধি, মেহেরপুর। :

কয়েক মাসের টানা  বৃষ্টিপাতে  বিদ্যালয় মাঠে  জলাবদ্ধতার কারণে শিক্ষক শিক্ষার্থী
ভোগান্তিতে রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  জলাবদ্ধতার কারণে কোমলমতি ছাত্র-ছাত্রী ভোগান্তির মধ্যে পড়েছেন। ফলে  চলাচলের সমস্যা হচ্ছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়  টয়লেট ব্যবহার করতে
পারছেন না। স্কুলে  প্রায় দুই মাস যাবত জলাবদ্ধতা থাকার কারণে বিভিন্ন রোগবালয়ে আক্রান্ত হচ্ছে শিশুরা।
সরকারীভাবে প্রতি বছর  ইউনিয়ন পরিষদে বিভিন্ন উন্নয়নের জন্য এডিপি প্রকল্পে বরাদ্দ আসলেও বঞ্চিত হচ্ছে  শিক্ষা প্রতিষ্ঠান। ভুয়া প্রকল্প দেখিয়ে হরিলট হচ্ছে প্রকল্পের টাকা । আর বঞ্চিত হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
বিষয়টি নিরসনের জন্য বিভিন্ন দপ্তরে জানানোর পরেও কোন ব্যবস্থা নেইনি, বামন্দী
ইউনিয়ান পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন। স্কুল  মাঠে হাঁটুপানি জমে থাকার কারণে খেলাধুলা করতে না পারায় স্কুলে আসতে চাচ্ছে না অনেক ছাত্র-ছাত্রী। এর ফলে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা অভিভাবকসহ শিক্ষকদের।
স্কুল সূত্রে জানা গেছে স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা  ১৯৪ জন, লেখাপড়ার মান অনেক ভাল।  কিন্ত স্কুল মাঠে পানি জমে থাকার কারণে লেখাপড়ার বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এব্যাপারে বামন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ হাফিজুর রহমান বকুল জানান,দুই বছরে স্কুলে কোন সরকারী বরাদ্দ আসেনি। অনেক বার উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। কোন ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলের বাঁচ্চারা খেলা ধুলা করতে পারেনা।
এছাড়াও স্কুল মাঠে দুই মাস যাবত  হাঁটুপানি জমে থাকার  কারনে স্কুলে অনেক ছাত্র-ছাত্রীর উপস্থিতি কমে গেছে ।দ্রুত পানি নিষ্কাশনের  দাবি করেন শিক্ষকসহ এলাকাবাসী।
এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান,প্রাথমিক শিক্ষা
অফিসারের সাথে কথা বলে সমাধান করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *