কুষ্টিয়ায় বেক্সি ফেব্রিক্স এর ১২ তম শোরুম উদ্বোধন

নূর রিন্টু, বিশেষ প্রতিনিধি:


দেশের শীর্ষস্থানীয় ফেব্রিক্স প্রতিষ্ঠান বেক্সি ফেব্রিক্স কুষ্টিয়ার এন এস রোডে জেলা পরিষদ টাওয়ার শপিংমলে তাদের নতুন শোরুমের শুভ উদ্বোধন করেছে। রবিবার সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সমাজ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুল কুমার মৈত্র, প্রধান নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া জেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা, সভাপতি, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি; মোঃ কাজল মাজমাদার, প্রধান উপদেষ্টা, কুষ্টিয়া জেলা পরিষদ শপিংমল দোকান মালিক সমিতি; এবং মোঃ ইয়াছিন আলী, সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদ শপিংমল।

বেক্সি ফেব্রিক্স পরিবারের এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলহাজ্ব এমদাদুল হক,
জহুরুল ইসলাম জুয়েল,জাহাঙ্গীর আলম, এবং বিএ শামীম ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“বেক্সি ফেব্রিক্স কুষ্টিয়া জেলায় কাপড় ও পোশাক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ শোরুমের মাধ্যমে স্থানীয় ভোক্তারা মানসম্মত ফেব্রিক্স সহজলভ্য দামে পাবেন।”

ম্যানেজিং পার্টনার এমদাদুল হক বলেন,
“আমরা সবসময় গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। কুষ্টিয়ায় আমাদের এই নতুন শাখা সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।”

অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতারা বেক্সি ফেব্রিক্স এর এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *