নর্দান টেরিটরিকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’

শুভদিন অনলাইন রিপোর্টার:

অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ‘এ’ দল।
আজ লিগ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরিকে। এই নিয়ে চার ম্যাচ খেলে দ্বিতীয় জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ দলের টুর্নামেন্টে সপ্তম স্থানে উঠল তারা। লিগ পর্বে এখনও দুই ম্যাচ বাকী আছে বাংলাদেশের।
ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও জিশান আলম। ২১ বলে ৫৫ রানের জুটি গড়েন তারা। চতুর্থ ওভারের তৃতীয় বলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আউট হন নাইম। ৬টি চারে ১১ বলে ২৫ রান করেন তিনি।
দশম ওভারে সাজঘরে ফিরেন জিশান। ৩ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩০ রান করেন জিশান।
তিন নম্বরে নামা সাইফ হাসান ৩ রানে বিদায় নিলেও আফিফ হোসেন ও অধিনায়ক নুরুল হাসানের ব্যাটে রানের চাকা সচল ছিল বাংলাদেশের। চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন তারা।
৫টি চার ও ১টি ছক্কায় নুরুল ২৩ বলে ৩৫ রান করে বিদায় নিলে, পঞ্চম উইকেটে ৩১ বলে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আফিফ ও ইয়াসির আলি। এতে ৪ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
৪টি চারে আফিফ ৪০ বলে ৪১ এবং ২টি চার ও ১টি ছক্কায় ১২ বলে ২২ রান করেন ইয়াসির।
নর্দান টেরিটরির টম মেনজিস ২ উইকেট নেন।
জবাবে শুরুতেই বাংলাদেশ পেসারদের তোপের মুখে পড়ে ২৪ রানে ৩ উইকেট হারায় নর্দান টেরিটরি। তিন পেসার হাসান মাহমুদ, রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ ১টি করে উইকেট নেন।
চতুর্থ উইকেটে ৮২ রানের জুটিতে নর্দান টেরিটরিকে লড়াইয়ে ফেরান দুই মিডল অর্ডার ব্যাটার কনর ক্যারল ও জর্ডান সিল্ক। দুই সেট ব্যাটারকে ক্যারল ও সিল্ককে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার রাকিবুল হাসান।
রাকিবুলের জোড়া উইকেটের পর লড়াই করতে পারেনি নর্দান টেরিটরির পরের দিকের ব্যাটাররা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে ম্যাচ হারে নর্দান টেরিটরি।
সিল্ক ৪৮ ও ক্যারল ৪৩ রান করেন। বাংলাদেশের হাসান-তোফায়েল ও রাকিবুল ২টি করে উইকেট নেন।
আগামী ২১ আগস্ট মেলবোর্ন স্টারস এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *